দেশ এক্সপ্রেস

মৃত ব্যক্তির নামে টাকা উত্তোলনের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

মিডিয়া এক্সপ্রেস
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ সেপ্টেম্বর ২১, ১১:১৩ পূর্বাহ্ন
#

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে মৃত ব্যক্তিসহ ১৩৭ জনের নামে টাকা উত্তোলন করার অভিযোগে চেয়ারম্যানসহ ৬ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন একই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফাতেমা আক্তার লিপি। বিচারক রাশেদুজ্জামান রাজা অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান (৬০), ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান সিকদার (৪৬), খলিলুর রহমান মৃধা (৬৬), মোহাম্মদ আলী বেগ (৪৭), মো. শাহজাহান (৪১), বশির সিকদার (৪০) ও আবুল বাশার হাওলাদার (৪৩)।

মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুদ বলেন, অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বাররা অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১৩৭ শ্রমিকের নগদ অ্যাকাউন্টের গোপন নাম্বার নিয়ে করে টাকা আত্মসাৎ করেছেন। তাদের মধ্যে শিমুল নামক এক মৃত শ্রমিকও রয়েছেন। এ ছাড়া অভিযুক্তরা বিভিন্ন প্রকল্পভুক্ত ১৭ দশমিক ২৯১ টন চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে জাতীয় পার্টি নেতা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, ‘স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে তিনি টিআর-কাবিখার কাজ দিয়েছিলেন। তারা কাজগুলো না করে টাকা আত্মসাতের চেষ্টা করেন। এই সবের প্রতিবাদ করায় ইউপি সদস্য লিপিকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ওই আওয়ামী লীগ নেতারাসহ সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মামলায় সাক্ষী হয়েছেন। এতেই বোঝা যায় ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video